আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জে মেয়ের জামাইকে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত শ্বশুরের মৃত্যু হয়েছে। নিহতের নাম তোতা মিয়া (৫৬)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়,
পূর্ব শত্র“তার জের ধরে গত বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাগমারা গ্রামে নিহতের মেয়ের জামাই ফিরোজ মিয়া ও একই গ্রামের আলমগীর হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের লোকজনের হাত থেকে মেয়ের জামাইকে রক্ষা করতে এসে এলোপাথাড়ি কিলঘুষিতে তোতা মিয়া ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল, এরপর সিলেটে নিয়ে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত শ্বশুর তোতা মিয়ার মৃত্যু হয়। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি এনামুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment