সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, আওয়ামীলীগ জনগণের ৰমতায়নে বিশ্বাস করে। আর বিএনপি-জামাত সহিংসতার পথ বেছে নিয়ে জ্বালাও-পোড়াও, ভাংচুর ও বোমাবাজির রামরাজত্ব কায়েম করতে চায়। আগামী জাতীয় নির্বাচনে জনগণ বিরোধী দলের এসব নৈরাজ্যের সমুচিত জবাব দেবে উলেৱখ করে কামরান বলেন, সন্ত্রাস-সংঘাত নয় শান্তি এবং সুশাসন নিশ্চিত করাই হোক রাজনীতির মুলমন্ত্র। তিনি ঢাকায় বিএনপি-জামাতের বোমাবাজির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এরা ক্ষমতায় গেলে এভাবেই বোমা ফাটিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করবে।
শনিবার বিকেলে জেলা ও মহানগর আওয়ামীলীগের এক যৌথ জর্বরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সভায় আজ রোববার সকাল ১১টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে অংশগ্রহনের জন্য সকল ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভা শেষে ঢাকায় বোমাবাজির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদৰিন করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
সভা ও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনম শফিকুল হক, এড. রাজ উদ্দিন, মুক্তিযুদ্ধা আব্দুল খালিক, এড.নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, অধ্যৰ সুজাত আলী রফিক, এড.নাসির উদ্দিন খান, এজাজুল হক এজাজ, হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, এড.খোকন কুমার দত্ত, জগদীশ দাস, তপন মিত্র, এড. শেখ মকলু মিয়া, সাইফুল আলম র্বহেল, হাজী রইছ আলী, আব্দুর রহমান জামিল, ফার্বক আহমদ, সৈয়দ এপতার হোসেন পিয়ার, নাজনীন হোসেন, শাহানারা বেগম, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এড.রনজিত সরকার, কবির উদ্দিন আহমদ, আজাদুর রহমান আজাদ, দিবাকর ধর রাম, জুবের খান, এমাদ উদ্দিন মানিক, প্রিন্স সদর্বজ্জামান, ডা. আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, এড.গোলাম সোবহান চৌধুরী, অধ্যৰ শামসুল ইসলাম, এড.বেলাল উদ্দিন, এড.বদর্বল ইসলাম জাহাঙ্গীর, শহীদুর রহমান শাহীন, আসমা কামরান, সামসুন্নাহার মিনু, র্ববি ফাতেমা ইসলাম, এড.আজমল আলী, আব্দুল মোমিন চৌধুরী, এখলাছুল মোমিন, জাফর আহমদ চৌধুরী, আব্দুস সোবহান, আব্দুর রহমান, শামীম রশীদ চৌধুরী, শামীম আহমদ, খন্দকার মহসীন কামরান, সুদীপ দে, মুশফিক জায়গীরদার, আবু তাহের, আব্দুল বারী, শেখ মোঃ আজাদ, আসাদ উদ্দিন, শামীম ইকবাল, জালাল উদ্দিন কয়েছ, আলম খান মুক্তি, ফার্বক আহমদ, পিযুষ কান্তি দে, শামস উদ্দিন, হিরক দাম, লিটন পাল, রাহাত তরফদার, এমর্বল হাসান, ফরহাদ হোসেন খান প্রমুখ।
আগামী নির্বাচনে জনগণ বিএনপি-জামাতের নৈরাজ্যের সমুচিত জবাব দেবে – বদর উদ্দিন আহমদ কামরান
Saturday, October 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment