শাবিপ্রবি ভিসিকে শিবিরের তিন দফা

Saturday, October 26, 2013

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে দেখা করে তিনদফা দাবি জানিয়েছে ছাত্রশিবির।

দাবিগুলোর মধ্যে রয়েছে আবাসিক হলের বৈধ শিক্ষার্থীদের পূনর্বাসন, ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের সহাবস্থান ও ২০১২ সালে শিবির ছাত্রলীগ সংঘর্ষে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রায় ঘণ্টাব্যপী মিটিং করে তারা এ দাবি জানান।


দাবিগুলোর মধ্যে রয়েছে আবাসিক হলের বৈধ শিক্ষার্থীদের পূনর্বাসন, ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের সহাবস্থান ও ২০১২ সালে ছাত্রলীগের হামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ।


এদিকে, দীর্ঘদিন পর ক্যাম্পাসে প্রকাশ্যে শোডাউন দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক এহসানুল করিমের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক শিবির নেতাকর্মী।


এ সময় উপস্থিত ছিলেন শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুজন, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক সাহাবউদ্দিন, ক্যাম্পাস সভাপতি নাসিম হাসান ও শাখাওয়াত।


শিবির নেতারা ভিসিকে তাদের পক্ষ থেকে শিবিরের প্রকাশনা ক্যালেন্ডার ও ডায়েরি উপহার দেন বলে ছাত্রশিবির সূত্র জানায়।


ভিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইলে তাকে পাওয়া যায়নি। তবে তার পিএস বলেন, “স্যার মিটিংয়ে আছেন।”


২০১২ সালে ছাত্রলীগ ও শিবির সংঘর্ষের পরই হল থেকে ছাত্রশিবিরকে বের করে দেয় ছাত্রলীগ। এর পর থেকেই শিবির মূলত হলের বাইরে অবস্থান করছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License