আমাদের সিলেট ডটকম:
আগামীকালের হরতালের সমর্থনে বের করা মিছিলে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৪ রাউন্ড টিয়ার শেল ও ২ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করেছে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মতিউল বারি চৌধুরীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, হরতালের সমর্থনে বিকেল ৪টার দিকে নগরীর মীরাবাজার এলাকা থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। পুলিশ দাবী করেছে, মিছিলটি বন্দরবাজার এলাকায় পৌছার পর মিছিলকারীরা কয়েকটি লেগুনার গ্লাস ভাংচুর করে ও গাড়ী লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ করেও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৪ রাউন্ড টিয়ার শেল ও ২ রাউন্ড শট গানের গুলিবর্ষণ করে। ফলে, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল জানিয়েছেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে। এতে তিনিসহ কমপক্ষে ১০ জন মৃদু আহত হয়েছেন।
সিলেটে হরতালের আগেই উত্তেজনা হকার্স পয়েন্টে গাড়ি ভাংচুর : পুলিশের টিয়ারশেল
Saturday, October 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment