আর কে জুয়েরের প্রথম এ্যালবাম ‘তারার চাদর’ প্রকাশিত হয় গত বছর। সেই এ্যালবামের কিছু গান এখনো শ্রোতাদের মনে গেঁথে আছে। এ্যালবামের ক্লান্তদুপুর গানটির মিউজিক ভিডিওটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটির গীতিকার সাংবাদিক ও নাট্য পরিচালক ইসহাক ফারুকী এবং সুর ও কম্পোজ আর.কে জুয়েল। গত এক বছর বিভিন্ন ব্যস্ততার কারনে তেমন কোনো কাজ না করলে ও এবার ভ্যলেন্টাইস্ ডে তে তার একটি ডুয়েট গান বের হতে যাচ্ছে। গানটি লিখেছেন তরুন গীতিকার ওমর ফারুক। কিংবদন্তী গঙ্গীতজ্ঞ এ. আর. রহমানের ইনিষ্টিটিউট কে,এম,সি তে ওয়াপা মিউজিক এর অধীনে অডিও ইঞ্জিনীয়ারিং করেছেন আর.কে.জুয়েল। এবার তারই আলোকে নিজের ষ্টুডিও ‘অষ্টক’ এ কাজ করবেন এই ডুয়েট গানটির। অতি সম্প্রতি শিল্পী যাচ্ছেন ভারতের পুনে ফিল্ম ইন্ড্রাষ্টির উদ্দেশ্যে। সেখানে তিনি সহকারী সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে কাজ করবেন একধীক ছবিতে।
সঙ্গীতে নিয়মিত হচ্ছেন আর.কে জুয়েল
Saturday, October 26, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment