আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষক কর্তৃক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
ছাত্রীর পরিবার সুত্রে জানা যায়, বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি বহুমুখী আলিম মাদরাসার গণিত শিক্ষক তিন সন্তানের জনক জুবায়ের আহমদ মজুমদার ১ম বর্ষের জনৈক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে তার সাথে সখ্যতা গড়ে তোলেন। এভাবে দীর্ঘদিন চলার পর যৌনাচারে লিপ্ত হয়ে পড়লে এক পর্যায়ে অন্তঃসত্বার আশঙ্কায় শিক্ষক জুবায়ের ওই ছাত্রীকে নিয়ে একাধিকবার ডাক্তারের কাছে ছুটে যান। সম্প্রতি এলাকাজুড়ে তাদের এ গোপন তথ্য ফাঁস হয়ে পড়লে ৪ দিন ধরে ছাত্রীকে নিয়ে শিক্ষক আত্মগোপন করেন।
এদিকে এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হলে বৃহস্পতিবার ছাত্রীর মা দোয়ারাবাজার থানায় মামলা করতে এসে কান্নায় ভেঙ্গে পড়ে গণমাধ্যম কর্মীদের বলেন, ওই লম্পট শিক্ষক আমাকে খালা বানিয়ে মেয়ের লেখাপড়ার খোঁজ খবর নিতে প্রায়ই আমাদের বাড়ীতে আনাগোনা করতো। ওই সুবাদে সে আমার মেয়ের সর্বনাশ করেছে, আমি এর বিচার চাই, আমার মেয়েকে ফিরে পেতে চাই।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জুবায়ের মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে হেয়প্রতিপন্ন করতে এ ষড়যন্ত্র শুরু হয়েছে। মেয়ে আছে কোথায় এমন বিষয় জানতে চাইলে তিনি মুঠোফোন বন্ধ করে রাখেন।
জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ এফএম সৈয়দ হোসেন কবীর জানান, ঘটনা শুনেছি। ঘটনা সত্যি হলে প্রাতিষ্ঠানিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।
দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মো. মাঈনুল জাকির বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি (প্রশাসন) মুস্তাফিজুর রহমান বলেন, মামলাটি প্রক্রিয়াধীন আছে, ভিকটিম উদ্ধারসহ যাবতীয় রহস্য উদঘাটন করতে আমাদের ৪টি টীম অভিযান চালিয়ে যাচ্ছে। বিষয়টি বর্তমানে ‘টক অব দোয়ারাবাজার’ হয়ে দাঁড়িয়েছে।
দোয়ারাবাজারে ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও এলাকায় তোলপাড়
Thursday, October 24, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment