বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে এলাকার প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন সিলেটের বিশিষ্ট চিকিৎসকগণ।
শুক্রবার অলংকারী ইউনিয়ন পরিষদ কমপেৱক্সে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কমপেৱক্সে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হার্ড ফাউন্ডেশনের সাবেক সহ সভাপতি ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান মেডিসিন প্রফেসর ডাঃ এনায়েত উলৱাহ। এসময় ‘বন্ধন’ নামক স্মারকের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি।
ট্রাস্টে ইউকে’র সহ সভাপতি ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালানা কমিটির আহবায়ক ডাঃ শানুর আলী মামুনের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা শরীফ উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি ডাঃ শামীমুর রহমান, অলংকারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান লিলু মিয়া, সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছু, বর্তমান ইউপি সদস্য হাবিবুর রহমান, সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সাহেদ আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি ফয়জুল হক এবং জাতীয় সংগীত পরিবেশন করেন শেখ সাবিহা নাসরিন ইভা ও শেখ সানজিদা শারমিন সিবা।
মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন- প্রফেসর এনায়েত উলৱাহ (মেডিসিন বিশেষজ্ঞ), শামীমুর রহমান (চর্মরোগ বিশেষজ্ঞ), রফিকুল সালেহীন (সার্জারী বিশেষজ্ঞ), গুলশান-ই জাহান বীথি (গাইনী বিশেষজ্ঞ), মোঃ জাকারিয়া মানিক (চর্ম ও যৌন বিশেষজ্ঞ), মো. শানুর আলী মামুন (মেডিসিন ও এলার্জি বিশেষজ্ঞ), জহিরুল ইসলাম (চক্ষু বিশেষজ্ঞ), মোঃ শিবলী খান (ডায়াবেটিস বিশেষজ্ঞ ও ফিজিসিয়ান), আখলাক আহমদ (শিশু বিশেষজ্ঞ), নুরুল আফসার বদরুল (হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ), মোঃ শামছুল ইসলাম (ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ), আসমা বেগম লিজা (গাইনী বিশেষজ্ঞ),জি এম আনোয়ার হোসেন (শিশু বিশেষজ্ঞ ও ফিজিসিয়ান) ও এম এ গনি (হৃদরোগ বিশেষজ্ঞ)।
এ সময় উপসি’ত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নাজমুল ইসলাম রুহেল, ফারুক আহমদ, ইউপি সদস্য রফিক মিয়া, আলতাব আলী, মর্তুজ আলী, রফিকুল ইসলাম, আবদুস সালাম, সংগঠক খালেদ আহমদ বাদশা, কবির মিয়া, রানা মিয়া, সুরমান আলী সুমন, আপ্তাব আলী, ওয়াদুদ মিয়া, আলা উদ্দিন খান, শিপন আলী, শেখ আলেক্স, আব্দুল বাছির, দিলোয়ার হোসাইন, সুফিয়াস, মুমিন, রানা প্রমুখ।
অলংকারী ইউনিয়ন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
Saturday, October 26, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment