দুই জোটের পাল্টাপাল্টি সভা কানাইঘাট পৌর শহরে ১৪৪ ধারা জারি

Thursday, October 24, 2013

আমাদের সিলেট ডটকম:

আজ ২৫ অক্টোবরকে ঘিরে সারাদেশের মানুষদের মধ্যে কি হচ্ছে এ নিয়ে চরম উৎকন্ঠা বিরাজ করছে। উত্তাপ উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে উপজেলা পর্যায়ে। পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ কানাইঘাট পৌর শহরে বিএনপি, জামায়াত ও ১৮দলের অন্তর্ভুক্ত শরিক দলগুলি সমাবেশের ঘোষণা দেয়।

হঠাৎ করে বৃহষ্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরে পাল্টা সমাবেশের ডাক দিয়ে মাইকিং করা হলে দুই জোটের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ এবং বিএনপি জামায়াত জোট পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিলের ডাক দেওয়ায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস.এম. সোহরাব হোসেন পৌর শহরে আজ ভোর ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা ঘটিকা পর্যন্ত সকল রাজনৈতিক দলের সভা সমাবেশ ও এর অন্তর্ভুক্ত সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির বিষয়টি উলে­খ করে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

১৪৪ ধারা ভঙ্গ করে কোন রাজনৈতিক দল সভা সমাবেশের চেষ্টা করলে দন্ডবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

এদিকে যে কোন মূল্যে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ পৌর শহরে মিছিল সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীরা। তারা জানিয়েছেন, ১৪৪ ধারা জারি ও ধড়পাকড় করে এ সরকারের পতন ঠেকানো যাবে না। অপরদিকে আ’লীগ সমাবেশ করার ঘোষণা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উৎকন্ঠা বিরাজ করছে।

এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দু’টি জোট পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষার্থে পৌর শহর ও আশপাশ এলাকায় আজ ভোর ৬টা থেকে আগামিকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে আজ ২৫অক্টোবরকে সামনে রেখে গতকাল বিকেল থেকে উপজেলা সদরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ও টহল দিতে দেখা গেছে। থানার ওসি জানিয়েছেন, সভা সমাবেশের নামে যে কোন ধরনের নাশকতা কর্মকান্ড এড়াতে পুলিশ তৎপর রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License