গোলাপগঞ্জে বিকল্পধারার জনসভায় ডা. বি. চৌধুরী – সংখ্যা গরিষ্ঠতার জোরে আ.লীগ ইচ্ছেমত সংবিধান সংশোধন করায় দেশ আজ গভীর সংকট

Friday, October 25, 2013

আমাদের সিলেট ডটকম :

গোলাপগঞ্জে বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এ দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে কোন নির্বাচনে যাবে না। দেশের বর্তমান নাজুক অবস্থার জন্য শেখ হাসিনাই দায়ি। সংখ্যা গরিষ্ঠতার জোরে তিনি ইচ্ছেমত সংবিধান সংশোধন করে আওয়ামীলীগ দেশকে আজ গভীর সংকটের দিকে নিয়ে এসেছে। আওয়ামীলীগ সরকার বিগত ৫ বছরে শেয়ার বাজারের মাধ্যমে এবং ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। হলমার্ক কেলেঙ্কারী, পদ্মা সেতু দূর্নীতির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এ সরকার। আমরা আজ জনগণ আজ ঐক্যবদ্ধ করতে চাচ্ছি যাতে আগামী নির্বাচনে ব্যালেটের মাধ্যমে তাদের অপকর্মের জবাব দেওয়া যায়।

বৃহস্পতিবার বেলা আড়ায়টায় গোলাপগঞ্জ চৌমুহনীস’ বাসটার্মিনালে বিকল্পধারা বাংলাদেশ গোলাপগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বীর উত্তম আওয়ামীলীগ-বিএনপি’র বলয় থেকে বেড়িয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ দু’দলের অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে কৃষক শ্রমিক জনতালীগ ও বিকল্পধারা বাংলাদেশের জন্ম হয়েছে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মেহনতি মানুষের কল্যাণে কাজ করা। তাদের ন্যায্য দাবী-দাওয়া আদায় ও যোগ্যতার ভিত্তিতে চাকুরীসহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। তিনি ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বলেন, তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলছে।

বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুক্তরাজ্য শাখার সভাপতি অহিদ উদ্দিনের সভাপতিত্বে, গণদাবী পরিষদ নেতা আব্দুল করিম পাকি ও মাওলানা ফয়ছল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, নাইজেরিয়ান নাগরিক মোহাম্মদ ইলিয়াস, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা আবিদুর রহমান জন্টু, জনসভার সমন্বয়কারী মাওলানা ছাদিকুর রহমান, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, গণদাবী পরিষদের হাবিবুর রহমান, নিরাপদ সড়ক চাই নিসচার সভাপতি ইলিয়াস আহমদ, বিকল্পধারা উপজেলা সহ-সভাপতি মইন উদ্দিন প্রমুখ। ডা. বি. চৌধুরীসহ ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ বেলা ১টায় হেলিকপ্টার যোগে গোলাপগঞ্জের ঘোষগাঁও মাঠে অবতরণ করেন। সেখান থেকে তারা প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল কুদ্দুস শায়খে ঘোষগাঁও হুজুরের বাড়িতে কিছুক্ষণ বিরতী নিয়ে জনসভায় যোগদান করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License