আমাদের সিলেট ডটকম:
আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে সিলেট নগরী কোর্ট পয়েন্টে শুরু হয়েছে ১৮ দলীয় জোটের মহাসমাবেশ। সমাবেশ স্থলের আশপাশে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশের পাশাপাশি অবস্থান নিয়েছে বিজিবি। সমাবেশ স্থল ও সংলগ্ন এলাকায় বিরাজ করছে টান টান উত্তেজনা।
তবে, সমাবেশের শুরুতেই শো ডাউন করেছে জামায়াত শিবির। বেলা পৌনে ৩টায় সমাবেশ শুরুর প্রায় আধ ঘন্টা আগেই সিলেট জেলা জামায়াতের আমীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের নেতৃত্বে বিশাল একটি মিছিল আসে সমাবেশ স্থলে। দৰিণ সুরমা জামায়াতের আমীর মাস্টার আব্দুল কুদ্দুসের নেতৃত্বে আরেকটি মিছিল আসে সমাবেশ স্থলে। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং জামায়াত শিবিরের মিছিল এখনো আসছে সমাবেশ স্থলে।
সমাবেশ স্থলের অদূরে বন্দরবাজার ফাঁড়ির সামনে অবস্থান নিয়েছে র্যাবের ৫টি গাড়ী। কুদরত উলৱাহ মসজিদের সামনে অবস্থান করছে বিজিবির ২টি যান। তবে, সমাবেশ স্থলে আসা লোকজনকে তারা কোনরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি করছেনা।
পৌনে ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও তার আগে বেলা ২টা থেকেই বিএনপি ও জামায়াতসহ ১৮ দলীয় জোটের নেতারা কোর্ট পয়েন্টের মঞ্চে অবস্থান নেন। সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট মহানগর ১৮ দলীয় জোটের আহবায়ক ও মহানগর বিএনপির সভাপতি এমএ হক। বক্তব্য রাখছেন জোটের শরীক বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
কড়া নিরাপত্তায় কোর্ট পয়েন্টে সমাবেশ শুরু, শুরুতেই জামায়াত শিবিরের শো ডাউন
Friday, October 25, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment