বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের নিজ বাসভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে প্রার্থীথা নিয়ে তিনি এ মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করে মুহিবুর রহমান বলেন, বিশ্বনাথে আইনের শাসন নেই, নেই রাস্তাঘাটের উন্নয়ন। চারিদিকে ক্ষমতাসীনদের জুলুম আর নির্যাতন, নেই ন্যায় বিচারও। সেই সঙ্গে অপরাধ কর্মকান্ডও মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালের ২ মার্চ উপজেলা পরিষদের তার সরকারি অফিসে তাকে (মুহিবুর রহমানকে) প্রাণে হত্যার উদ্দেশে ক্ষমতাসীনরা হামলা চালায়, গাড়ি ভাংচুর করে। দুই মাস পরে পুলিশ মামলা নিলেও মিথ্যা ঘটনা উল্লেখ করে ২ বার ফাইনাল রিপোর্ট দাখিল করে।
২০১১ সালের ২৪ জুন রাতে উপজেলা সদরের নিজ বাসভবনে ডাকাতদের হাতে খুন হন লন্ডন প্রবাসী শেখ তাহির আলী, দীর্ঘ আড়াই বছরেও আজ পর্যন্ত অপরাধীদের শনাক্ত করতে পারেনি প্রশাসন। বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের পর বিশ্বনাথে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও আওয়ামীলীগ সমর্থকসহ নিরীহ প্রায় ৮হাজার লোককে মিথ্যা আসামী করে লাখ লাখ টাক হাতিয়ে নেওয়া হয়। তাই অসহায় সাধারণ জনগণের অধিকার আদায় ও বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানী নগরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া, যুবলীগ নেতা জাহেদ আহমদ এবং বিশ্বনাথের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে মুহিবুর রহমান ॥ বিশ্বনাথে আইনের শাসন নেই
Thursday, October 24, 2013
Labels:
# কাজির বাজার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment