নতুন বার্তা,ঢাকা: রাজধানীতে ১৮ দলীয় জোটের সমাবেশে প্রতিপক্ষের হামলা মোকাবেলায় রাজধানীর পাঁচ স্থানে প্রশিক্ষিত ১৫ হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মী অবস্থান নেবে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে ওই স্থানগুলোর নাম বলতে রাজি হননি কেউ। সেগুলোতে নেতৃত্ব দেবেন শিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি রাশেদুল হাসান, উত্তরের সভাপতি রাকিবুল হাসান, দক্ষিণের সভাপতি শাহিন আহমেদ খান ও পশ্চিমের সভাপতি তামিম।
প্রতিটি স্থানে জামায়াত-শিবিরের অন্তত তিন হাজার করে নেতাকর্মী উপস্থিত থাকবেন। বেলা ১১টায় সেসব স্থানে অবস্থান নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে। সমাবেশে আগত নেতাকর্মীদের একত্র হতে বাধার সৃষ্টি করা হলে একযোগে বিক্ষোভ ছড়িয়ে দেয়া এবং যেকোনো হামলা প্রতিহত করারও নির্দেশ দেয়া হয়েছে।
জামায়াতের একটি সূত্র জানায়, রাজধানীর প্রবেশপথে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে অবস্থান করবে। টঙ্গী, গাজীপুর, গাজীপুর চৌরাস্তা, যাত্রাবাড়ী, চিটাগাং রোড ও কাঁচপুরে একটি করে বড় দল কাজ করবে। গাবতলীতেও অবস্থান নেবেন দলের নেতাকর্মীরা। রাজধানীর এই স্থানগুলোতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেবেন।
জানা যায়, সমাবেশের কাছাকাছি কমলাপুর, পল্টন, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব, বাংলা মটর, ফার্মগেটসহ বেশ কয়েকটি এলাকায় অবস্থান নেবে জামায়াত-শিবির।
ঢাকা সিটি শিবিরের প্রচার সম্পাদক আবদুল কাদের নতুন বার্তা ডটকমকে বলেন, “নির্দিষ্ট কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে, এসব স্থানে আমাদের নেতাকর্মীরা থাকবে। তবে আগ বাড়িয়ে ঝামেলা করা হবে না। প্রতিপক্ষের যে কেউ যদি হামলা করে তা সর্বোচ্চ শক্তি দিয়েই প্রতিহত করা হবে।”
No comments:
Post a Comment