প্রবল বর্ষণে বিকল্প লাইনের মাটি সরে দিনাজপুরের সাথে রেল যোগাযোগ বন্ধ
তনুজা শারমিন তনু, দিনাজপুর : প্রবল বর্ষণে বিকল্প লাইনের মাটি সরে যাওয়ায় দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিধ্বস্ত ওই রেল লাইনের মেরামতের কাজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল থেকে শুরু হয়েছে। তাই রাতের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে দিনাজপুর স্টেশন মাস্টার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রডগেজ লাইন করার জন্য পার্বতীপুর-দিনাজপুর রেলপথে মন্মথপুর এলাকায় নতুন একটি সেতু নির্মাণ কাজের সুবিধার্থে বিকল্প একটি লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়; কিন্তু গত দুদিনের প্রবল বর্ষণে ওই বিকল্প লাইনের মাটি সরে বুধবার সকাল ৯টা থেকে দিনাজপুর-পার্বতীপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সাথে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
দিনাজপুর স্টেশন মাস্টার আনোয়ারুল ইসলাম আরো জানান, বিকল্প রেল লাইনের মাটি সরে যাওয়ায় ঝুঁকির মধ্যে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেসকে পার করানো হয়। এরপর থেকেই ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
No comments:
Post a Comment