আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীতে ইজিবাইক (টমটম) চালুর দাবিতে সিলেট সিটি করপোরেশন ভবন প্রাঙ্গণে অবস্থান ধর্মঘাট পালন করে ইজিবাইক চালকরা। সোমবার দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তারা এ কর্মসূচী পালন করে।
সিলেট অটোবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা মনির হোসেন মনির এর সভাপতিত্বে ও জনি মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা সৈয়দ গোলাম রহমান, জুবের খান, মোহাম্মদ আলী, হেলাল মিয়া, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, বাবুল মিয়া, শাহীন আহমদ, আবুল হোসেন, শাহ আলমগীর, সিরাজ মিয়া, আবদুর রউফ, রাজন মিয়া, ফুরকান মিয়া, মাসুদ মিয়া প্রমুখ। পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসের প্রেৰিতে অবস্থান ধর্মঘট স্থগিত ঘোষণা করে চালকরা।
এ সময় মেয়র আরিফ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরকে তুলে দেয়ার পক্ষে নই। তবে মহামান্য হাইকোর্টকে আমাদেরকে মানতে হবে। মহামান্য আদালত রায় দিয়েছেন- ইজিবাইক অবৈধ। তাই অবৈধ বিষয় নিয়ে আপনারা আমার কোনো সাহায্য পাবেন না। অবৈধ বিষয়ে আপনাদেরও এতো কিছু করা ঠিক হবে না। মেয়র আরো বলেন, সিলেটের মাননীয় সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এখন দেশের বাইরে আছেন। উনি দেশে আসলে মানবিক দৃষ্টিতে আপনাদের বিষয়টি দেখা হবে। অর্থমন্ত্রীকে নিয়ে বৈধভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
মেয়রের আশ্বাসের প্রেৰিতে ধর্মঘট স্থগিত # ইজিবাইক চালুর দাবীতে সিলেট নগর ভবন প্রাঙ্গণে চালকদের অবস্থান ধর্মঘট
Monday, July 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment