সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ: ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতা বন্ধে জাতিসংঘ সহ মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ নিতে হবে

Sunday, July 13, 2014

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী হায়েনাদের বর্বর গণহত্যা বিশ্বের মুসলমানকে বিক্ষুব্ধ করে তুলেছে। অবিলম্বে ইহুদীবাদী ইসরাইলের নৃশংস ও জঘন্য গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ সহ মুসলিম বিশ্বকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বিশ্বের কোটি কোটি মুসলমান গর্জে উঠলে এই সন্ত্রাসী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে দ্বিধাবোধ করবে না।

রোববার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মদীনা মার্কেট ও কুমারপাড়া সহ নগরীর বিভিন্ন স’ানে অনুষ্ঠিত পৃথক মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মুফতি আলী হায়দার, আব্দুল্লাহ আল মুনিম, মু. আজিজুল ইসলাম, হাফিজ মোশাহিদ আহমদ, ক্বারী আলাউদ্দিন, শামীম আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মু. শাহেদ আলী ও মাহমুদুর রহমান দিলওয়ার, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুর রাজ্জাক ও সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ ।

নেতৃবৃন্দ ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের মুক্তি ও স্বাধীনতা কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান।


Sylhet City Jamat Photo (2) - 13-07-14





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License