শীর্ষ নিউজ ডেস্ক : গুরুতর আহত সাত বছর বয়সী এক শিশু মোহাম্মদ আল বাত্স। তবে মৃত্যুশয্যায় শায়িত হয়েও চিকিৎসকদের নিজের শরীর স্পর্শ করতে দিচ্ছে না সে।
এদিকে চিকিৎসার জন্য তড়িঘড়ি করছিলেন ডাক্তাররা তবে শিশু বাত্স এর আপত্তিতে রীতিমত বিব্রত তারা। শর্ত হলো তার আগে চিকিৎসা দিতে হবে তার দুই বছর বয়সী ভাই মোহাম্মদকে।
তারা সবাই ইসরায়েলি বর্বরতার শিকার। বিমান হামলায় গুরুতর আহত হয়ে আল শেফা হাসপাতালে মৃত্যুর প্রহর গুণছে।
তবে শুরুতেই মারা গেছে আহমদ, তার পরও তাকে চিকিৎসা দেয়ার অভিনয় করলেন চিকিৎসকরা। কারণ এছাড়া আল বাত্সকেও চিকিৎসা দেয়া সম্ভব হবে না।
গাজার আল-সাফ এলাকায় ইসরায়েলি হামলায় আল বাত্স এর পরিবারের ১৮ সদস্য নিহত হয়, একমাত্র বেঁচে ছিল ছোট ভাই মোহাম্মদ। তাই নিজের কথা চিন্তা না করে মৃত্যুপথযাত্রী এ শিশু নিজের ছোট ভাইকে বাঁচাতে উদগ্রীব ছিল।
গাজায় ইসরায়েলি বর্বরতার শিকারদের নিয়ে কর্মরত ডা. বাসার মুরাদ গালফ জানান, মানসিক ভাবে ভেঙ্গে পড়ে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর ২৪ ঘণ্টা আতঙ্কে সময় পার করছে শিশুরা।
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় এ রকম হৃদয় বিদারক ঘটনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
No comments:
Post a Comment