আমাদের সিলেট ডটকম:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সব ধরনের অপরাধ প্রতিরোধে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পুলিশি চেক পয়েন্ট স’াপন করা হয়েছে। শমশেরনগরর সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে ও ভারতের ত্রিপুরা থেকে এ অঞ্চল ব্যবহার করে মাদক ও চোরাচালান যাতে না হয় সে লক্ষ্যে গত বৃহস্পতিবার রাত থেকে শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছেন।
মৌলভীবাজার জেলার গুর্বত্বপূর্ণ একটি জনপদ শমশেরনগর। এখানে বাংলাদেশ বিমান বাহিনী রেলওয়ে ষ্টেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ বাজারটি সব সময় জমজমাট থাকে। তাও আবার ঈদের মৌসুমে শমশেরনগরে ক্রেতাদের ভিড়ে ব্যবসাও জমে যায়। তখন দুর্বৃত্তরা যাতে কোন প্রকার অঘটন না ঘটাতে পারে, ছিনতাইকারীরা কোন প্রকার ছিনতাইয়ের ঘটনা ঘটাতে না পারে সাধারন মানুষজন নিরাপদে তাদের হাট বাজার করতে পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ ফাঁড়ি সজাগ দৃষ্টি রেখে টহল জোরদার করেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই মতিউর রহমানের বরাত দিয়ে পুলিশ জানায়, শমশেরনগর থেকে ভারতের উত্তর ত্রিপুরার জেলা কৈলাসহরের দূরত্ব মাত্র ১৩ কিঃমিঃ। ফলে স’ানীয় এক শ্রেণীর মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের সহায়তায় সীমান্ত এলাকা ও জেলা সদরের মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা তাদের ব্যবসা নিয়ে এখন বেশ তৎপর রয়েছে। শমশেরনগরকে ব্যবহার করে যাতে অবাধে মাদক ব্যবসা ও চোরাকারবার চলতে না পারে সে জন্য রাতে শমশেরনগরে পুলিশি চেক পয়েন্ট স্থাপন করে রাতে যানবাহন তলৱাশি করা হচ্ছে।
ঈদুল ফিতরকে সামনে রেখে কমলগঞ্জের শমশেরনগরে পুলিশি চেক পয়েন্ট স্থাপন
Sunday, July 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment