ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস মালয়েশিয়ার বিমান, নিহত ২৯৫

Thursday, July 17, 2014

নতুন বার্তা: ফের বিপর্যয়। ফের মালয়েশিয়ার যাত্রীবাহী বিমানে। এম এইচ ৩৭০ বিমানের রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পর রেশ মেটেনি এখনও। তার মধ্যেই ফের বিপর্যয় ঘটে গেল। মালয়েশিয়ার যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল রুশ সীমান্তের কাছে ইউক্রেনে। বিমানটিতে ২৯৫ জন যাত্রী ছিল।


বিমানটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছিল। দুর্ঘটনায় বিমানের সব যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রশাসন। মৃত্যু হয়েছে ২৮০ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্যের।


ইউক্রেন রুশ সীমান্তে রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক এলাকার শাখতারস্ক শহরের কাছে পাহাড়ের মাঝে বিমানটি ভেঙে পড়েছে।


ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পাওয়া সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সের খবর অনুযায়ী সিএনএন-আইবিএন খবরের চ্যানেল জানাচ্ছে, যান্ত্রিক গোলযোগ নয় বা খারাপ আবহাওয়ার জন্যও নয়, বিমানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইউক্রেনের বিরোধী রুশপন্থী বিদ্রোহীরা। সম্ভবত তারা বিমানটিকে ইউক্রেনের সামরিক বিমান ভেবে ভুল করে বিমান বিধ্বংসী মিসাইল ছোঁড়ে। সঙ্গে সঙ্গে তিন টুকরো হয়ে বিমানটি আকাশেই ধ্বংস হযে যায়। যাত্রীদের দেহগুলি ঝলসে যায় বিস্ফোরণে।


তবে বিমানটি ধ্বংসের এটাই একমাত্র ও সঠিক কারণ কি না তা নিয়েও ধন্দ রয়েছে। কারণ সরকারিভাবে ইউক্রেন, রাশিয়া ও মালয়েশিয়া এখনও পর্যন্ত কিছু জানায়নি। শুধু যাত্রীদের মারা যাওয়ার খবরই জানিযেছে ইউক্রেনের বিমান মন্ত্রণালয়।


বিমানটির ধ্বংসাবশেষের কাছে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। যাত্রীদের দেহ ও বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনা প্রসঙ্গে মালয়েশিয়ার বিমান কর্তৃপক্ষের তরফে টুইট করে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমান এমএইচ ১৭-এর সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার এই বিমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইউক্রেনের আকাশে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License