আমাদের সিলেট ডটকম:
হকার উচ্ছেদ করতে গিয়ে পথচারী এবং হকারদের উপর আক্রমণ করায় কোতোয়ালি থানার ওসি আতাউর রহমানকে দৌঁড়ালো হকাররা। পরে সিলেট জেলা পরিষদের সামনে থেকে দৌড়ে আত্মরক্ষা করেন ওসি।
জানা যায়, রমজানের শুরু থেকে জালালাবাদ পাকের্র সামনে থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পর্যন্ত হকাররা ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলো।সোমবার বিকাল পৌনে ৩টার দিকে হঠাৎ করে কোতোয়ালী থানার ওসি আতাউর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাদেরকে লাঠি চার্জ শুরু করে। এ সময় পুলিশ লঠি চাজের্র শিকার হন কয়েকজন হকার ও পথচারী। পথচারী এক মহিলার গুরুতর আহত হন। পরে হকাররা ঐক্যবদ্ধ হয়ে ওসি আতাউরসহ বাকি পুলিশ সদস্যদেরকে ধাওয়া করে। হকারদের ধাওয়া খেয়ে ওসিসহ বাকি পুলিশ সদস্যরা কোতোয়ালী থানার দিকে যান।
বিকাল ৩টার দিকে মেয়র আরিফ নগর ভবন থেকে তালতলার দিকে যাচ্ছিলেন। তখন জেলা পরিষদের সামনে মেয়রের গাড়ি থামায় হকাররা। এ সময় আবারও ওসি আতাউর আরো কয়েকজন পুলিশ সদস্য নিয়ে জেলা পরিষদের সামনে আসেন এবং মেয়রকে ঘটনাটি অবগত করার চেষ্টা করেন। তখন আবার হকাররা মেয়রের সামনেই ওসিকে দৌঁড়ালো। পরে তিনি আবারও দৌড়ে আত্মরক্ষা করেন।
ওসি দৌড়ে পালিয়ে যাওয়ার পর হকাররা মেয়রের কাছে বিন্তারিত ঘটনার বর্ণনা দেন। পরে মেয়র বিষয়টির মিমাংসা করার আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে ওসি আতাউর রহমান বলেন হকার উচ্ছেদের চেষ্টা করা হয়েছে। একদিকে হকারদের উচ্ছেদ করলে অপরদিকে হকাররা এসে বসে যায়। তবে ধাওয়ার ব্যাপারে কোন কথা না বলেই মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
No comments:
Post a Comment