আমাদের সিলেট ডটকম:
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর বলেছেন, হামলা ও মিথ্যা মামলা দিয়ে ছাত্রদলের নেতা কর্মীদের স্তব্দ করা যাবে না। শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন ছাত্রদলের নেতাকর্মীকে হুমকী ও দমকীতে দমিয়ে রাখা যাবে না। তিনি ছাত্রদল নেতা মাহবুব কাদির শাহীসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ বাসা বাড়িতে হামলার প্রতিবাদ জানিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করতে ছাত্রদলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ছাত্রদল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের বিভিন্ন বাসা বাড়িতে হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার নগরীর নয়াসড়ক থেকে শুর্ব হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর সভাপতিত্বে ও ছাত্রদল সিলেট জেলা সেক্রেটারী সৈয়দ শাফেক মাহবুব-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওমর আশরাফ ইমন, হিসাম আহমদ চৌধুরী, হাজী মিলাদ আহমদ, মির্জা লিটন, আশরাফ গাজী, আব্দুস সাত্তার আমীন, জেবুল হাসান ফাহিম, শাহ সাইদুর রহমান হির্ব ওলিউর রহমান ড্যানী, লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু, মছর্বর চৌধুরী, আহসানুজ্জামান শহিদ, লোকমান আহমদ, নজর্বল ইসলাম, লিটন আহমদ, হোসেন আহমদ, শাহেদ আহমদ, মুহিবুর রহমান শিপলু, আমিন, নাসির উদ্দিন রহিম, সাঈদ মাহমুদ অদুদ, জুনেদ আহমদ, সাইদুর রহমান মুন্না, শহিদুল ইসলাম শহিদ, আনোয়ার হোসেন, জাবের আহমদ, শাকিল আহমদ, আলী আকবর রাজন, নাজিম উদ্দিন, রাইসুল ইসলাম সনি, ফয়েজ আহমদ, মেরাজ হোসেন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনে ভাঙ্গন সৃষ্টির লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে। জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ থেকে এ যড়যন্ত্র প্রতিহত করতে হবে।
No comments:
Post a Comment