আমাদের সিলেট ডটকম:
সিলেটের দক্ষিণ সুরমায় প্রভাবশালী পরিচয় দিয়ে পুলিশকে মারধরের দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমার আলমপুরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার শ্রীরামপুরের পশ্চিমভাগের মৃত চান মিয়ার পুত্র মালেক আহমদ ওরফে কানা মালেক (২৫) ও একই এলাকার খলিলুর রহমানের পুত্র নাসির উদ্দিন ( ২৯)। পুলিশ গতকাল শুক্রবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কের আলমপুর এলাকায় গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোগলাবাজার থানা পুলিশ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে মোটর সাইকেল, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্্রা ও মাইক্রোবাসে তলৱাসী চালাতে চেকপোস্ট বসায়। এসময় আটককৃতরা একটি মোটর সাইকেলে (নং সিলেট-হ-১২-১০৬০) চেকপোস্টে আসে। পুলিশ তাদের সিগন্যাল দিলে তারা পালাতে চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলটি থামায়। তখন মোটর সাইকেল আরোহি দুই যুবক নিজেদের একজন সংসদ সদস্যের আত্মীয় পরিচয় দেয়। তারা পুলিশকে গালিগালাজ করে এবং চেকপোস্ট সরানোর জন্য নিষেধ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশের এএসআই মোঃ হেলাল উদ্দিনসহ দুই পুলিশ সদস্যকে গালিগাজ করে পোশাকে টেনে মাটিতে ফেলে মারপিট করে। এসময় অন্য পুলিশরা এগিয়ে এসে তাদের আটক করে। এ ঘটনায় মোগলাবাজার থানার সহকারী পরিদর্শক (এএসআই)মোঃ হেলাল উদ্দিন বাদি হয়ে তাদের বির্বদ্ধে সরকারী কর্মচারীকে কর্তব্য কাজে বাঁধাদান আক্রমন ও জখম করার অপরাধ এনে একটি মামলা দায়ের করা হয়। নং- ১১ (১৭-০৭-১৪)।
সিলেটে পুলিশকে পিটানোর দায়ে দুই ‘প্রভাবশালী’ যুবক শ্রীঘরে
Friday, July 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment