অপরাধীরা এবার যাবে কই? সিলেটে নিরাপত্তা-ব্যবস্থায় এসএমপি’র বিভিন্ন পদেৰপ: নারী-পুরুষ পুলিশের সমন্বয়ে ৪টি স্পেশাল ‘প্রটেকশন টিম’ মাঠে

Friday, July 18, 2014

আমাদের সিলেট ডটকম :

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের পৰ থেকে বিভিন্ন পদৰেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নগরীতে ইভটিজিং ও মহিলা পকেটমারিং রুখতে সিলেটে মাঠে নেমেছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশের সমন্বয়ে গঠিত ‘ক্লোজ প্রকেটশন টিম’।

পুলিশ সূত্রে জানা গেছে, মহিলা পুলিশের প্রশিক্ষিত এ বিশেষ টিমের সদস্যরা ইউনিফর্ম ও সিভিল পোশাকে চার টিমে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছেন। তাদের সহায়তা করার জন্য রয়েছে স্ট্রাইকিং ফোর্স। নগরীর মোড়ে মোড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উলৱাহ জানান, ঈদবাজার ঘিরে মৌসুমী অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। অপরাধীদের রুখতে এসএমপি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, অপরাধ সংঘঠিত হওয়ার সাথে সাথেই অপরাধীদের পাকড়াও করতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন এই পরিকল্পনার জালে ইতোমধ্যে অপরাধীও ধরা পড়ছে উলেৱখ করে তিনি বলেন, শুধু ঈদবাজারই নয়, ঈদ ছুটিতে ঘরমুখো মানুষের আবাসস্থলগুলোতে চুরি-ডাকাতি রোধেও পুলিশ প্রস্তুত।

সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য তিন ধাপে কৌশল নির্ধারণ করেছে এসএমপি। নগরীর ৬ থানার পুলিশকে আইন-শৃঙ্খলা পরিসি’তি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ সতর্কতাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

বর্তমানে নগরীতে ৭০জন নারীসহ পুলিশের ১৭শ’ সদস্য তিন স্তরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এরমধ্যে এবারই মাঠে নামানো হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশ সদস্যদের নিয়ে গঠিত চারটি ক্লোজ প্রটেকশন টিম।

চার টিমে বিভক্ত ১২ জন নারী পুলিশের প্রতিটি টিমে নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর পদবির একজন চৌকস কর্মকর্তা। এছাড়া পুর্বষ-নারীর সমন্বয়ে ১২টি টিমসহ পুলিশের ৩৫টি টিম মাঠ পর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

এছাড়াও সঙ্গে থাকছে আর্মড পুলিশ ব্যাটেলিয়নও। রয়েছে সাদা পোশাকধারী থানা পুলিশের একাধিক মোবাইল টিম। এমএমপি’র ছয়টি থানা এলাকায় রয়েছে মোটর সাইকেল আরোহী সাদা পোশাকধারী পুলিশও। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আকস্মিক মোবাইল টিম তলৱাশি অভিযানের মধ্য দিয়ে অপরাধীদের শনাক্তকরণ এমনকি বিস্ফোরক দ্রব্যসহ অবৈধ অস্ত্র উদ্ধার পদক্ষেপ রয়েছে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিভিন্ন মার্কেটের বাইরে পুলিশের মোবাইল টিমগুলো ঘূর্ণায়মান অবস্থায় রাখা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License