আমাদের সিলেট ডটকম:
উন্নত চিকিৎসা আর নেয়া হলো না আবু বক্করের। সিলেট আসার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে তার মৃত্যু হয়। সুনামগঞ্জ জেলার দক্ষিণ-সুনামগঞ্জে রোগী-বাহী এ্যাম্বুলেন্স খাদে পড়ে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের দামধরটুপি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- মাইক্রোবাস চালক জেলার জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে কদর আলী ও ওই মাইক্রোবাসের যাত্রী বিশ্বম্ভরপুর উপজেরার গড়েরগাঁও গ্রামের মৃত আব্দুল ফাজিলের ছেলে আবু বক্কর (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোগী আবু বকরকে সুনামগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসে করে সিলেটে নেওয়া হচ্ছিল। রাত ১২টায় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকারী মাইক্রবাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও আবু বকরের মৃত্যু হয়। পরে স্থানীয় মানুষ তাদের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ময়না তদন্তের জন্য লাশ দু’টি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
উন্নত চিকিৎসা নেয়া হলো না আবু বক্করের # দৰিণ সুনামগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে ॥ রোগী ও চালক নিহত
Sunday, July 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment