আমাদের সিলেট ডটকম:
দেশবরেণ্য আলেম মাওলানা ইব্রাহিম আলী মাহদ্দীসে কটারকোনীর ইন্তেকাল হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ইব্রাহিম আলী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রজিউন)। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কটারকোনা মাদরাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। তিনি বিগত কযেক দিন থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটে একটি পাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারিরিক অবস্থার উন্নতি না হওয়াতে গত বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিন্ধান্ত নেয়া হয়। পরে বিকাল সাড়ে ৩টায় বাড়ি যাওয়ার পথে রাস্তায় ইন্তিকাল করেন তিনি।
এদিকে, শনিবার বেলা ১১ টায় তার নিজ বাড়ি কুলাউড়া উপজেলার কটারকোনা ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। জানাজা নামাজের আগ মুহূর্তে ঈদগাহ মাঠের বিশাল জায়গা পরিপূর্ণ হয়ে লোকসমাগমের বিস্তৃতি ঘটে পার্শ্ববর্তী রাস্তায়। বেলা ১১টার সময় যখন জানাজার জামাত শুরু হয় তখন মুসল্লিদের অবস্থান ছিল ঈদগাহের মিম্বর থেকে কটারকোটা বাজার সংলগ্ন ব্রিজ (প্রায় ১ কিলোমিটার) পর্যন্ত।
এ সময় প্রায় ৩ ঘণ্টা ধরে ওই এলাকার সব রাস্তায় বন্ধ ছিল যান চলাচল। জানাজায় হুজুরের পরিবার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তি এবং শুভাকাক্ষীরা অংশ নেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। নামাজে ইমামতি করেন হুজুরের ছোট ভাই মুফতি শুয়াবে আলী। জানাজার পর তাকে কটারকোনা জামে মসজিদের সংরক্ষিত কবরস্থানে দাফন করা হয়।
বরেণ্য আলেম ইব্রাহিম আলীর ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন
Sunday, July 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment