আমাদের সিলেট ডটকম:
নেশায় বাঁধা দেওয়ায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সহপাঠীকে মারধর করেছে নেশাগ্রস্থ কতিপয় ছাত্ররা। জানা যায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪র্থ বর্ষের ছাত্র আহিম উদ্দিন ও সাগর একই প্রাইভেট ছাত্রাবাসে বসবাস করে। সাগরের কাছে প্রায়ই অন্যান্য নেশাগ্রস’ ছাত্ররা এসে ছাত্রাবাসে বসে নেশা করে। এতে আহিম উদ্দিন বাঁধা প্রদান করেন। বাঁধা দেওয়ার পরও সাগর তার সঙ্গীদের নিয়ে নেশার আড্ডা আরো বাড়িয়ে দেয়। তখন আহিম উদ্দিন সাগরের অভিভাবককে জানালে সাগর ক্ষিপ্ত হয়ে উঠে এবং বুধবার সকাল সাড়ে ৭টায় সাগর তার নেশাগ্রস’ সাথী রুবেল, জাফর, মুর্শেদ, রাসেল, শামীম, সুবির, জায়েদ, মুমিন-কে সঙ্গে নিয়ে আহিমকে ঘুমন্ত অবস্থায় মারধর করে গুরুতর আহত করে। মারধর করার পর আহিমের ল্যাপটপ ও নগদ অর্থ প্রায় ৫ হাজার টাকা সহ রুমমেট মুন্নাকেও জিম্মি করে তার ৬হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। অতঃপর অন্যান্য সহপাঠীরা আহিম উদ্দিন কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহিম উদ্দিনের অভিভাবক তমজিত চৌধুরী জানান।
নেশায় বাঁধা দেওয়ায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সহপাঠীকে মারধর
Wednesday, July 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment