আমাদের সিলেট ডটকম:
মদনমোহন কলেজের ছাত্রী অপহরনের ঘটনায় জড়িত সন্দেহে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় যে অটোরিকশা দিয়ে কলেজ ছাত্রী নাসরিনকে অপহরন করা হয়েছিল সেই অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন লামাবাজার পুলিশ ফাঁড়ির এএসআই ভূবেন। কলেজ ছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গতকাল সোমাবর সকালে সিলেট নগরীর দাড়িয়াপাড়া থেকে মদন মোহন কলেজের নাসরিন আক্তার নামের এক ছাত্রীকে অপহরন করেছে দুর্বৃত্তরা। সে মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। নাসরিন আক্তারের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার হরিরামপুরে। তার পিতা আব্দুল মোত্তালিব। নাসরিন আক্তার মদন মোহন কলেজে লেখাপড়ার করার সুবাদে তিনি সিলেট নগরীর দাড়িয়াপাড়াস’ মেঘনা বি/৩০ নং বাসায় বসবাস করতেন। ৫ তলা বিশিষ্ট বাসায় ৫ম তলায় নসরিনসহ ৪ জন ছাত্রী মেস করে থাকতেন। গত সোমবার সকাল ৯ টায় পরীৰা দেয়ার জন্য নাসরিন ও তার মেসের আরেকজন ছাত্রী বাসা থেকে বের হন। ঠিক ওই সময় বাসার নিচে একটি সিএনজিতে ৪-৫ জন যুবক ছিল। নাসরিন ও তার ক্লাসমেট বাসার নিচে নামার সঙ্গে সঙ্গে সিএনজিতে থাকা যুবকরা নাসরিনকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে নেয়। এরপর কিছু দূরে রাখা একটি মাইক্রোবাসে করে নাসরিনকে তুলে নিয়ে যায়। এ সময় নাসরিনের সঙ্গে থাকা ছাত্রী সিএনজির নাম্বার লৰ্য করেন। তিনি জানান, সিএনজিটির নাম্বার হলো- ট-১২-৭৪৯৫। অবশেষে আজ দুপুর ১টায় ওই সিএসজি ও চালককে আটক করে পুলিশ।
সিলেটে কলেজ ছাত্রী অপহরণ ঘটনায় নগরী থেকে অটোরিকশা উদ্ধারসহ চালক গ্রেফতার
Tuesday, July 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment