বিজিবির কর্মক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সড়ক নির্মাণ করবে : বিজিবি ডিজি

Thursday, July 17, 2014


নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ বলেছেন, প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দেয়া সহজসাধ্য নয়। তবে টহলের গতি আগের চেয়ে অনেক বেড়েছে; কিন্তু সীমান্তে সড়ক না থাকায় বিজিবির কর্মক্ষমতাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছেনা। তাই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সড়ক নির্মাণ করবে। এ ব্যাপারে সরকার খুব আন্তরিক। এ বছরই কাজ শুরু হতে পারে।

শুক্রবার ১৮ জুলাই সকালে সিলেট মহানগরীর আখালিয়ায় বিজিবি সিলেট সেক্টর সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৫ বিজিবি ব্যাটেলিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে। স্বাগত বক্তব্য রাখেন ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মাজহারুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, মহানগর পুলিশের উপ কমিশনার এজাজ আহমদ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদসহ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License