আমাদের সিলেট ডটকম: ভিসা প্রসেসিংয়ে ব্রিটেন সরকারের নতুন সিদ্ধান্তের খবর ৰুব্ধ করে তুলেছে প্রবাসী অধ্যুষিত সিলেটের সাধারণ মানুষকে। বাংলাদেশের পরিবর্তে ভারতের নয়াদিলৱীতে ভিসা প্রসেসিং সময় ও ব্যয় সাপেৰ আখ্যায়িত করে তার বাতিলের দাবি উঠেছে। এছাড়া ব্রিটিশ হাই কমিশনের কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রতিবাদে সিলেটে গড়ে উঠছে আন্দোলন। গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীর আম্বরখানায় এক সভায় ব্রিটিশ সরকারের এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
আম্বরখানার ব্যবসায়ী ও সিলেট চেম্বারের সদস্য রিমাদ আহমদ র্ববেলের সভাপতিত্বে ও স্বাধীন সামাজিক সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় সভায় বক্তারা আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ঢাকা ও সিলেটে শুধুমাত্র আবেদন গ্রহন ও ভারতের নয়াদিলৱীতে ভিসা প্রসেসিং শুর্বর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বক্তারা বলেন, এ প্রক্রিয়া ভিসা প্রত্যাশীদের হয়রানির মাত্রা বাড়াবে। পাশাপাশি ভিসা প্রত্যাশীদের ভিসা প্রাপ্তির সম্ভাবনা কমিয়ে দেবে।
ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে ১৩ সদস্য বিশিষ্ট ‘ব্রিটিশ-বাংলাদেশ স্বার্থরৰা কমিটি’ গঠন করা হয়। কমিটিতে সিলেট চেম্বার অব কমার্সের সদস্য রিমাদ আহমদ র্ববেলকে আহবায়ক ও স্বাধীন সামাজিক সংগঠনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সাংবাদিক দিপু সিদ্দিকী, মেট্টোপলিটন ইউনিভার্সিটি স্পোটর্স ক্লাবের সহ সভাপতি শোয়াইব আহমদ, দূর্ণীতি প্রতিরোধ মঞ্চের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহরাজ আহমেদ মিলৱাদ, চাঁদের হাট’র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, ফ্রেন্ডস ফাস্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পাপেল, আম্বরখানা বাজার কমিটির সদস্য সাকারিয়া হোসেন সাকির, ফ্লেয়ার ইভেন্টস’র চেয়ারম্যান শাহরিয়ার হোসেন শাহীন, মানবাধিকার পরিবেশ ও সাংবাদিক সোসাইটির (মাপসাস) চেয়ারম্যান শেখ লুৎফুর রহমান, স্বর্ণালী সাহিত্য পর্ষদের সাংগঠনিক সম্পাদক এম আবদুল খালিক, সৈয়দপুর যুব পরিষদের কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ নায়েব আহমদ, সিলেট ইয়ুথ ডেভোলপমের্ট এসোসিয়েশনের সভাপতি ফাহমিদুল হক চৌধুরী।
কমিটিতে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব গৃহীত হয়।
নতুন কমিটি ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ব্রিটিশ হাই কমিশনে গণ আবেদন প্রদান, সুধী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলতি সপ্তাহে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
ভারতে ব্রিটিশ ভিসা প্রসেসিং ক্ষুব্ধ প্রবাসী অধ্যুষিত সিলেটবাসী আন্দোলন কমিটি গঠন
Tuesday, July 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment