সন্ত্রাস প্রতিরোধে এবার প্রতি মার্কেট-দোকানে শক্ত লাঠি!

Sunday, July 13, 2014

আমাদের সিলেট ডটকম:

এবার সন্ত্রাসী-চাঁদাবাজ ঠেকাতে প্রতি মার্কেট ও দোকানে লাঠি রাখা হবে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর ১২ ও ১৩ নং ওয়ার্ডে সিলেটে কর্মরত একটি বিশেষ গোয়েন্দা সংস’া ও সিলেট সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় বক্তারা ব্যবসায়ীদের প্রতি এই আহবান জানান।

দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সুজাত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সেকান্দর আলী ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত।

যৌথসভায় বক্তারা বলেন, ‘ঈদকে সামনে রেখে যদি কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ ব্যবসায়ীদেরকে উৎপাত করে, তবে ওই সন্ত্রাসী-চাঁদাবাজকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেবেন। এ জন্য আপনারা, ব্যবসায়ীরা দোকানে, মার্কেটে শক্ত লাঠি রাখবেন।’ বক্তারা আরও বলেন, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তবে সন্ত্রাস পরাজিত হতে বাধ্য। এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। অভিভাবকদেরকে নিজের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে যে সে কোনোও অপকর্মে জড়িয়ে যাচ্ছে কি না?

স্থানীয়দের উদ্দেশ্যে তারা বলেন, এলাকাভিত্তিক সন্ত্রাসীদের নাম-পরিচয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এতে ওদেরকে প্রতিহত করা সহজ হবে। এই কাজে প্রশাসন ও গোয়েন্দা সংস্থার লোকজন আপনাদের পাশে আছে, থাকবে।

উল্লেখ্য, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে ঈদের আগে নগরীর ২৭টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এমন সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License