আমাদের সিলেট ডটকম:
সিলেট আদালতে হাজিরা দিতে এসে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার এক আসামি। আটক রাজু (২০) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগর হাকিম ১ম আদালতের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজু একটি মামলায় সিলেট মহানগর হাকিম ১ম আদালতে হাজিরা দিতে আসেন। হাজির দিয়ে বের হওয়ার সময় তাকে ডিবি পুলিশর সহকারি কমিশনার মলিৱক আহসান সামী ও ওসি ইউনুস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। একপর্যায়ে রাজু পুলিশের কাছ থেকে পালানোর যাওয়ার চেষ্টা করেন। এ সময় হাতকড়া দিয়ে ডিবি পুলিশ তার মাথায় আঘাত করে। পরে রাজু বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুর্ব করেন। পরে রাজুর আইনজীবিরা ছুটে এসে কেন তাকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশের কাছে জানতে চান। এসময় রাজুকে পুনরায় প্রসিকিউশনের কাছে নিয়ে যাওয়া হয়। পরে আইনী জটিলতা সমাধান করে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উলৱাহ জানান- তার বির্বদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।
সিলেট আদালতপাড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
Wednesday, July 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment