আমাদের সিলেট ডটকম:
২ দফা দাবিতে সুনামগঞ্জে তৃতীয় শ্রেণির কর্মচারীরা চার দিনব্যাপী কর্মবিরতি শুর্ব করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ব্যানারে এ কর্মবিরতি শুর্ব হয়েছে। পদ পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে এ কর্মবিরতি চলবে ১৭ জুলাই পর্যন্ত। দুপুর ২টায় (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) সুনামগঞ্জ জেলা প্রশাসকের তথ্যসেবা কেন্দ্রের সামনে বসে কর্মবিরতি পালন করছেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
শনিবার সকালে কর্মসূচির শুর্বতে সুনামগঞ্জ কালেক্টরেট চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাকাসস সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি সুখেন্দু কুমার দাস, সাধারণ সম্পাদক বিজিত ভূষণ রায়, অর্থ সম্পাদক রনবিকাল দত্ত, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দোহা, স্বপন কুমার রায় প্রমুখ।
উলেৱখ্য, একই দাবিতে গত ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত এক ঘণ্টা, ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত দুই ঘণ্টা, ১০ জুন থেকে ১২ জুন পযন্ত তিন ঘণ্টা এবং ১৫ জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা।
২ দফা দাবি সুনামগঞ্জে বাকাসস’র টানা ৪ দিনের কর্মবিরতি শুর্ব
Monday, July 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment