আমাদের সিলেট ডটকম :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বনগাঁও গ্রামে শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রতিপক্ষের হামলায় মকসুদ আলী (৪০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহত মকসুদ আলী ওই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশি সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার বনগাঁও গ্রামের মকসুদ আলীর সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মুলৱুক মিয়ার ছেলে ফার্বক মিয়ার (৩০) পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় ফার্বক মিয়ার সঙ্গে মাকসুদ আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফার্বক মিয়া লাঠি দিয়ে মকসুদ আলীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস’লেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স’ানীয় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস’ল থেকে নিহতের লাশ উদ্ধার ও ফার্বক মিয়াকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
জমির বিরোধ মাধবপুরে নির্মাণশ্রমিক খুন ॥ আটক ১
Saturday, July 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment