আমাদের সিলেট ডটকম:
সিলেট থেকে যাওয়া প্রায় ৭ কোটি টাকার স্বর্ণের চালান গত রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এসময় ৭ জন চোরাচালানিকেও গ্রেফতার করেছে শুল্ক কর্তৃপক্ষ। স্বর্ণের চালানসহ গ্রেফতারকৃতরা হচ্ছেন- চট্রগ্রামের জসিম উদ্দিন (৩২), আমির হোসেন (৩২), নাজিম উদ্দিন (৩৬), ফেনীর রাশেদ চৌধুরী (২৮), লোকমান ভুঁইয়া (২৫) এবং কুমিলৱার মো. সালাউদ্দিন (২২) ও আনোয়ার হোসেন (২৩)।
জানা গেছে, রবিবার দুপুরে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুবাই থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে যাত্রী ছিলেন ১৬০ জন। তন্মধ্যে ৪২ জন যাত্রী সিলেটের ওসমানী বিমানবন্দরে নেমে যান। সেখান থেকে গ্রেফতারকৃত ওই ৭ জনসহ অভ্যন্তরীণ রুটের ৪২ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকাস’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় গ্রেফতারকৃত ওই ৭ জনের হাঁটাচলা দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আলাদাভাবে তলৱাশি করেন শুল্ক কর্মকর্তারা। তলৱাশিতে তাদের কাছ থেকে ১১৯টি স্বর্ণের্র বার পাওয়া যায়। বারগুলো তাদের প্রত্যেকের পায়ে মোড়ানো ছিল। কারো কাছে ২০টি, কারো কাছে ১২টি বার ছিল। আটককৃত এই স্বর্ণের বারগুলোর বাজার মূল্য আনুমানিক ৭ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।
এ ব্যাপারে বিমানবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার রাশেদুল হাসান জানান, সিলেট থেকে তারা স্বণের্র চালানসহ ঢাকায় এসে ধরা পড়ে। উদ্ধার করা সোনার ওজন প্রায় ১৪ কেজি এবং বাজারমূল্য আনুমানিক সাত কোটি টাকা।
সিলেট ঘুরে যাওয়া ১৯২ টি স্বর্ণের বার ঢাকা বিমানবন্দরে জব্দ ॥ ৭ জন আটক
Monday, July 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment