আমাদের সিলেট ডটকম: সিলেট নগরীর দাড়িয়াপাড়া থেকে মদন মোহন কলেজের নাসরিন আক্তার নামের এক ছাত্রীকে অপহরন করেছে দুর্বৃত্তরা। সে মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বষের্র ছাত্রী। সোমবার সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে।
নাসরিন আক্তারের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার হরিরামপুরে। তার পিতা আব্দুল মোত্তালিব।
জানা যায়, নাসরিন আক্তার মদন মোহন কলেজে লেখাপড়ার করার সুবাদে তিনি সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ মেঘনা বি/৩০ নং বাসায় বসবাস করতেন। ৫ তলা বিশিষ্ট বাসায় ৫ম তলায় নসরিনসহ ৪ জন ছাত্রী মেস করে থাকতেন। সোমবার সকাল ৯টায় পরীক্ষা দেয়ার জন্য নাসরিন ও তার মেসের আরেকজন ছাত্রী বাসা থেকে বের হন। ঠিক ওই সময় বাসার নিচে একটি সিএনজিতে ৪-৫ জন যুবক ছিল। নাসরিন ও তার ক্লাসমেট বাসার নিচে নামার সঙ্গে সঙ্গে সিএনজিতে থাকা যুবকরা নাসরিনকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে নেয়। এরপর কিছু দূরে রাখা একটি মাইক্রোবাসে করে নাসরিনকে তুলে নিয়ে যায়। এ সময় নাসরিনের সঙ্গে থাকা ছাত্রী সিএনজির নাম্বার লক্ষ্য করেন। তিনি জানান, সিএনজিটির নাম্বার হলো- ট-১২-৭৪৯৫।
এদিকে নাসরিনের অপহরনের খবর পেয়ে সোমবার বিকালে গণমাধ্যম কর্মীরা দাড়িয়াপাড়াস্থ ওই বাসায় গেলে বাসার মালিক বশির মিয়া তাদের সাথে দুর্ব্যবহার করেন।
নাসরিনের ভাই সেলিম অভিযোগ করে বলেন, বশির মিয়ার সহযোগিতায় আমার বোনকে অপহরন করা হয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
No comments:
Post a Comment