আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর আখালিয়ায় ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। খুন হওয়া ছাত্রলীগ কর্মীর নাম মো. আব্দুল্লাহ ওরফে কচি (২৫)। সে নগরীর মদিনা মার্কেটের আকিব ফার্মেসীতে চাকুরী করতো। মদিনা মার্কেট সংলগ্ন ধোপাবাড়ি ব্রীজের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়।
জানা যায়, সিলেট নগরীর মদিনা মার্কেট-কালিবাড়ি রোডের মদিনা মার্কেট অংশে কয়েকদিন টমটমের একটি নতুন স্ট্যান্ড বসানো হয়েছে। এই স্ট্যান্ড দখল নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা ইমরান আহমদ ও গোলজার আহমদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। ২ দিন আগে এ নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
সোমবার ইফতারের সময় এ নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাত ৯টায় টমটম স্ট্যান্ডের পার্শ্ববর্তী ধোপাবাড়ি ব্রীজের পাশে ইমরান গ্রুপের কর্মী নগরীর বাগবাড়ি এলাকার আনোয়ারা মঞ্জিলের বাসিন্দা মো. আব্দুল্লাহ ওরফে কচি ও তার সহকর্মী আখালিয়া নোয়াপাড়া এলাকার বাসিন্দা সানির (২২) উপর প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। হামলায় নেতৃত্ব দেয় গোলজার আহমদ ও তার সহযোগী কালিবাড়ি হাওলাদার পাড়ার সুমন তালুকদার ওরফে বাট্টি সুমন।
ছুরিকাঘাতে গুরুতর আহত আব্দুল্লাহকে আশংকাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সানিকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলাকারীরা আব্দুল্লাহ ও সানিকে ছুরিকাঘাত করে আদম শাহ জামে মসজিদের পাশের গলি দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
সিলেট জালালাবাদ থানার ওসি গৌছুল বলেন, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনের কারণ ও খুনিদের গ্রেফতারে পুলিশি চেষ্টা চলছে।
No comments:
Post a Comment