আমাদের সিলেট ডটকম:
সিলেটের বহু প্রতীৰিত কুশিঘাটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরীৰামূলক কাজ সফলভাবে চলছে। বৃহস্পতিবার পরীৰামূলকভাবে চালুর পর থেকে বিগত তিনদিন বড় ধরনের কোন ত্রুটি খুঁজে পাননি প্রকৌশলীরা। পাইপ বসানোকালে পাইপের মধ্যে লেগে থাকা মাটির পরিমান ধীরে ধীরে কমে আসছে।
এই ধারা অব্যাহত থাকলে সপ্তাহখানেকের মধ্যেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরীৰামূলক কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছেন প্রকৌশলীরা।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, নগরীর পানির সংকট মেটাতে সিলেট সিটি কর্পোরেশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ওয়াটার ট্রিটমেন্ট পৱ্যান্ট যত তাড়াতাড়ি সম্ভব চালু করা যায় সেজন্য জনস্বাস’্য অধিদপ্তর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।
তবে ঈদ কাছাকাছি চলে আসায় নগরীতে রাস্তা খুড়ে ডাকটাইল পাইপ বসানোর ৰেত্রে সমস্যা পোহাতে হচ্ছে জানিয়ে নুর আজিজুর রহমান জানান, নির্বিঘ্নে কাজ করতে না পারায় পাইপ বসানোর কাজ স্বাভাবিক কারণেই দ্রুতগতিতে করা যাচ্ছে না।
ঈদের কারণে কাজের গতি কমে গেছে স্বীকার করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উদ্ভুত পরিস্থিতির কারণে কিছুটা দেরী হলেও ঈদের পরপরই এই প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।
সফলভাবে চলছে ওয়াটার ট্রিটমেন্ট পৱ্যান্টের পরীৰামূলক কাজ ঈদের পর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী
Saturday, July 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment