আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কাপনা পাহাড় এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক মো. সালাউদ্দিন (২৮) উপজেলার ভুকশিমাইল এলাকার তালেবুর রহমানের ছেলে। সোমবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানাপুলিশ ও বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কাপনা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তিন বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ সালাউদ্দিনকে আটক করে বিজিবি। পরে তাকে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) দিপন চন্দ্র সরকার এ বিষয়ে জানান, সালাউদ্দিন জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় অনেকদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বির্বদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
শ্রীমঙ্গলে চিহ্নিত মাদকবিক্রেতা আটক
Monday, July 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment