নবীগঞ্জে আ.লীগ-জামায়াত সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ৩৫ ॥ ভাংচুর ॥ গুলি ॥ গ্রেপ্তার ২৮

Wednesday, September 17, 2014

আমাদের সিলেট ডটকম:

নবীগঞ্জে আওয়ামীলীগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্তি পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় শহরের নতুন বাজার এলাকায় এঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর দাবি তাদের মিছিলে অতর্কিত হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। হামলা পাল্টা হামলায় শহর রণৰেত্রে পরিণত হয়। পুলিশ লাঠি চার্জ ও ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২৮ জামায়াত ও শিবির কর্মীকে আটক করে পুলিশ। এনিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহত জামায়াত নেতা আলা উদ্দিনকে (৩৮) পুলিশ প্রহরায় সিলেট ওসমানী মেডিকেল ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,মানবতা বিরোধী অপরাধে দন্ডিত জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চুড়ান্ত রায়কে কেন্দ্র করে গতকাল ভোর থেকেই শহের জড়ো হয় জামায়াত। খন্ড খন্ড মিছিল নিয়ে শহরে প্রবেশের পথে বাঁধা দেয় পুলিশ। এসময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। আপিল বিভাগের রায়ে মাওলানা সাঈদীর দন্ডাদেশ কমিয়ে আমৃত্যু কারাদন্ডের উত্তেজনা প্রশমিত হয়। ওসমানী রোডের দলীয় কার্য্যালয়ে জড়ো হয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ। জোহুরের নামাজ শেষে দান্ডাদেশ বাতিলের দাবিতে শহরে বিৰোভ মিছিল বের করে জামায়াত-শিবির। শহর প্রদৰিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয় অতিক্রমকালে দুইদলের মুখোমুখী সংঘর্ষ শুর্ব হয়। প্রায় আধাঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়ায় উলেৱখিত সংখ্যক লোকজন আহত হয়। এসময় জামায়াত সমর্থিত ব্যবসা প্রতিষ্ঠান রসমলাই,রেনেসাঁ,একটি হোমিও ফার্মেসী এবং নবীগঞ্জ পৌর জামায়াত আমীর সাদিকুল ইসলাম চৌধুরীর মোটর সাইকেট ভাংচুর হয়। আহতরা হচ্ছে-জামায়াত নেতা আবদুল মুকিত পাঠান (৪২) আলা উদ্দিন (৩৮) মোশাহিদ আলী (৪৪) পৌর আওয়ামীলীগ সম্পাদক নির্মূলেন্দু দাশ রানা (৪৩) এসআই কালাম (৪৪) নাসির্বল স্বোচ্ছা-সেবকলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান সুমন (৩৭) মুহিবুর রহমান (৩৬) মাজহার্বল ইসলাম অপু (৩৮) আলী হোসেন (২৩) আবুল হোসেন (৩০) শামীম আহমদ (৩২) মিজানুর রহমান (২৮) সাজু মিয়া (৩১) কনষ্টেবল নাসির উদ্দিন (৩৫) আফজল মিয়া (৩৫) সোহেল মিয়া (২৮) দেবেন্দ্র (৫০) পাপ্পু দাশ (২৩) সাইদুর রহমান (৩৪) শাহ জুবায়ের (৩৬)খালেদ মিয়া (৩০) র্ববেল মিয়া (২৬) মাহবুব রহমান (৩৪) মুহিত (৩৫) পারভেজ (২৮), যুবরাজ দাশ (২৮) আনছার (৩২)দেলোয়ার (২৫) সালমান চৌধুরী মিলটন (২৫)সহঅন্যন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও গ্রেপ্তার এড়াতে আহত জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি শৃংখলা রৰায় শহরে বিজিবি টহল দিচ্ছে। এরিপোর্ট লিখার সময় জামায়াত-শিবিরের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License