পরাজিত শত্রুরা যাতে আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে : সৈয়দ আশরাফ

Friday, September 19, 2014


লন্ডন প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আমাদের সকলকে ধর্মান্ধতা ও উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধিরা বলেছিল, পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয়া মানে ইসলামের বিরুদ্ধে যাওয়া। তারাই আবার নতুন করে ধর্মের দোহাই দিয়ে দেশকে পেছনে নিয়ে যেতে চাইছে। এই পরাজিত শত্রুরা ধর্মের দোহাই দিয়ে বাংলার মাটিতে যাতে আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে।

১৬ সেপ্টেম্বর বিকেলে পূর্ব লন্ডনের ওয়াটারলিলি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ‘উন্নয়ন-অগ্রযাত্রা ও সার্বিক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি-যুদ্ধাপরাধীদেরও বিচার হবে, কোন অপশক্তি তা প্রতিহত করতে পারবেনা।

তিনি আরো বলেন, শেখ হাসিনা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করেন না।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License