আমাদের সিলেট ডটকম:
নগরীর কাজলশাহ এলাকায় ছিনতাইর শিকার হয়েছেন এক যুবলীগ নেতা। ছিনতাইকারীরা তাকে মারধর করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট ও নগদ ১৪ হাজার ২শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। তিনি ছাত্রলীগ ক্যাডার পীযুষের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার স্বাক্ষী বলে জানা গেছে।
ছিনতাইর শিকার যুবলীগ নেতার নাম বিশ্বজিৎ কর (৪৫)। তিনি সিলেট মহানগরীর ১১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কাজলশাহ এলাকায় তিনি এ ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্র জানায়, ওসমানী মেডিকেল হাসপাতালের ১নং গেট সংলগ্ন বিচিত্রা পত্রিকা হাউসের সামনে বিশ্বজিৎ কর দাঁড়িয়েছিলেন। এ সময় ৩টি মোটর সাইকেলে চড়ে ৯জন যুবক এসে তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে ছিনতাইকারীরা চাকু ধরে তার পকেটে থাকা নগদ ১৪ হাজার ২শ’ টাকা ও একটি নকিয়া মোবাইল ফোন নিয়ে দ্রæত স্থান ত্যাগ করে।
বিশ্বজিৎ কর জানান, ছিনতাইকারীদের তিনি চিনতে পেরেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। মামলার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, বিশ্বজিৎ কর গ্রেফতারকৃত সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ কান্তি দে’র বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার অন্যতম সাক্ষী। একাধিক সূত্র দাবী করেছে, ছিনতাই নয়, বরং মামলার সাক্ষী হওয়ার কারণে পীযুষের অনুগামীরা বিশ্বজিৎকে মারধর করেছে। তবে, এ তথ্য অস্বীকার করেছেন যুবলীগ নেতা বিশ্বজিৎ কর।
কাজলশায় পীযুষের বিরুদ্ধে দায়ের করা মামলার স্বাক্ষী যুবলীগ নেতার উপর হামলা
Tuesday, September 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment