আমাদের সিলেট ডটকম:
ছাতকে মরা গরুর মাংস দিয়ে শিরনী তৈরী করে দাওয়াত খায়ানোর ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। পাগলা কুকুরের কামড়ে আক্রান- গরুর মাংসে তৈরী শিরনী খাওয়া লোকজনের মাঝেও শুরু হয়েছে জলাতঙ্ক রোগের আতঙ্ক। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে নোয়ারাই এলাকার ঝামাউরা টিলা গ্রামের মৃত আলম মিয়ার পুত্র মাসুম মিয়ার বাড়িতে।
স’ানীয়রা জানান-প্রায় দুমাস আগে একই এলাকার বাদশা মিয়ার একটি গাভীকে পাগলা কুকুরে কামড়ায়। গত রোববার সন্ধ্যায় জলাতঙ্ক রোগে গাভীটির মৃত্যু হয়। মরা গরু অন্যত্র ফেলে দিতে প্রতিবেশিদের সাহায্য না পেয়ে কসাই ডেকে চামড়া অপসারণের মাধ্যমে গরুটিকে কয়েকটি টুকরা করে পার্শ্ববর্তী ডুবায় ফেলে দেওয়া হয়। সেখান থেকে মাসুম মিয়া ফেলে দেয়া মৃত গরুর পেছনের পা দু’টি উঠিয়ে অতি গোপনে বাড়ি নিয়ে গিয়ে তা দিয়ে পরদিন তার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিরনী তৈরী করে এলাকার অর্ধশতাধিক মানুষকে খাওয়ান। এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় লোকজন নিশ্চিত হলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জলাতংক রোগে মৃত গরুর মাংসে তৈরী শিরনী খাওয়া ৫০টি পরিবারের লোকজনের মধ্যে সৃষ্টি হয়েছে চরম আতংক। স’ানীয় ডাক্তাররাও শিরনী খাওয়া লোকজনের মধ্যে জলাতংক রোগের আশংকা করছেন। পৌর কাউন্সিলার লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জলাতঙ্ক রোগে মৃত গরুর মাংসে তৈরী শিরনী খাওয়ানো নিয়ে ছাতকে তোলপাড়
Monday, September 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment