সিলেট নগরীতে সংঘর্ষ: জেলা ছাত্রদলের নব্য সভাপতিসহ ১৪ নেতাকর্মী গ্রেফতার

Friday, September 19, 2014

আমাদের সিলেট ডটকম:

বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণ ও শুক্রবার সংঘর্ষের ঘটনায় সিলেট জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সভাপতি সাঈদ আহমদসহ ছাত্রদলের ১৪ নেতাকর্মীকে শুক্রবার সন্ধ্যায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই ও মিরবক্সটুলা এলাকা থেকে আটক করেছে সিলেট কোতোয়ালি এবং বিমানবন্দর থানাপুলিশ। ইলেকট্রিক সাপ্লাই থেকে আটককৃতরা হচ্ছেন- জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, ছাত্রদল নেতা ফারুক আহমদ, সুহিন আহমদ চৌধুরী, জিয়াউর রহমান রুমেন, আহমেদ জাকি, মিজান আহমদ ও মাসুম আহমদ এবং মিরবক্সটুলা এলাকা থেকে আটককৃতরা হচ্ছেন- আলী আকবর রাজন, রাইসুল ইসলাম সনি, ফয়েজ, সাগর, রিপন, আফজাল ও আখতার।

কোতোয়ালি থানাপুলিশ জানায়, দলীয় কোন্দলে ছাত্রদলের দুটি গ্রুপ ক্রমেই সহিংসতা ছড়াচ্ছে। তাই এ ১৪জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্র থেকে অনুমোদিত হয়ে বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষিত হয়। তাৎক্ষণিকভাবে এ কমিটির পক্ষে আনন্দ ও বিপক্ষে ককটেল ফুটিয়ে প্রতিবাদ মিছিল করে ছাত্রদলের দুটি গ্রুপ। এদিকে, শুক্রবার বাদ জুমআ নবগঠিত কমিটির জেলা সভাপতি সাঈদ আহমদ মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর হাউজিং এস্টেটস্থ বাসায় গেলে সেখানে কমিটিকে প্রত্যাখ্যান করা বিদ্রোহী নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর সহযোগীতায় তিনি ইলেকট্র্রিক সাপ্লাই এলাকায় যান।

এ খবরে বিদ্রোহী নেতাকর্মীরা সাপ্লাই এলাকায় পৌঁছলে সাঈদ আহমদের অনুসারীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে সাবেক মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনসহ ১০ জন আহত হন। এসময় কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) গ্রেফতারকৃতদের কয়েকজনকে বিমানবন্দর থানায় এবং কয়েকজনকে কোতোয়ালি থানায় রাখ হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License