আমাদের সিলেট ডটকম:
মাধবপুর উপজেলার জগদিশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোজাম্মেল হক শুভকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও পারবারিক সুত্রে জানা যায়-উপজেলার বেজুড়া গ্রামের ধলাই মিয়ার ছেলে, জগদিশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোজাম্মেল হক শুভ গত শনিবার সকালে বাড়ি থেকে একই উপজেলার তার মামার বাড়ি ভারত সীমান-বর্তী জালুয়াবাদ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। বিকেলে বাড়ি ফেরার পথে রাস-া থেকে অপহরণকারীরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা শুভর ব্যবহৃত মোবাইল ০১৭৭৮- ৭৪০১৩১ থেকে তার মামা নজরুলের মোবাইলে (০১৭৪৮- ১২০৭২১) ফোন দিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় অপহৃতকে খুন করা হবে বলে হুমকি দেয় তারা। এ ব্যাপারে শুভর বাবা বাদি হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন-কারী কর্মকর্তা এসআই মুমিনুল ইসলাম জানান, শুভকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।
মাধবপুরে স্কুল ছাত্র অপহরণ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
Monday, September 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment