মাধবপুরে স্কুল ছাত্র অপহরণ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

Monday, September 15, 2014

আমাদের সিলেট ডটকম:

মাধবপুর উপজেলার জগদিশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোজাম্মেল হক শুভকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও পারবারিক সুত্রে জানা যায়-উপজেলার বেজুড়া গ্রামের ধলাই মিয়ার ছেলে, জগদিশপুর জেসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোজাম্মেল হক শুভ গত শনিবার সকালে বাড়ি থেকে একই উপজেলার তার মামার বাড়ি ভারত সীমান-বর্তী জালুয়াবাদ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। বিকেলে বাড়ি ফেরার পথে রাস-া থেকে অপহরণকারীরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা শুভর ব্যবহৃত মোবাইল ০১৭৭৮- ৭৪০১৩১ থেকে তার মামা নজরুলের মোবাইলে (০১৭৪৮- ১২০৭২১) ফোন দিয়ে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় অপহৃতকে খুন করা হবে বলে হুমকি দেয় তারা। এ ব্যাপারে শুভর বাবা বাদি হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন-কারী কর্মকর্তা এসআই মুমিনুল ইসলাম জানান, শুভকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License