আমাদের সিলেট ডটকম: গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া অভিযোগে করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২০১২ সালে রাজধানীর কদমতলী থানায় দায়ের করা এ মামলায় গতকাল রোববার পুলিশ ঢাকার মহানগর হাকিম ইউনুস আলী খানের আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত পরে অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
মির্জা ফখরুল চিকিৎসা করাতে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন।
ঢাকার আদালতে কর্তব্যরত পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এই মামলার এজাহারে ফখরুল আসামি ছিলেন না। তবে অভিযোগপত্রে আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
অভিযোগপত্র দেওয়ার পর বিএনপি নেতা আদালতে আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তারে এই পরোয়ানা জারি হল।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আন্দোলনে গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেওয়াসহ নানা অভিযোগে অন্তত তিন ডজন মামলার আসামি করা হয়েছে ফখরুলকে।
কদমতলীয় থানায় করা এই মামলায় ফখরুলের সঙ্গে আরো ৭৭ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে গত ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন কদমতলী থানার উপ-পরিদর্শক জাহিদ খান।
ফখরুলের পাশাপাশি আরো দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা হলেন বিএনপিকর্মী মোহাম্মদ আলী ও মো. নাসির।
ফখরুল, আলী ও নাসিরের গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে পুলিশকে দিতে আদেশ দিয়েছেন বিচারক।
ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Sunday, September 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment