বিয়ানীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : গুলিবর্ষণ দলীয় কার্যালয়ে আগুন : ওসিসহ আহত ১০

Monday, September 15, 2014

আমাদের সিলেট ডটকম:

বিয়ানীবাজার পৌর এলাকায় গতকাল সোমবার দিনগত রাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল গ্রুপকে লক্ষ করে সাবেক যুগ্ম আহ্বায়ক পলৱব গ্রুপ বেশ কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছুঁড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড কাঁদানো গ্যাস নিক্ষেপ করে।

সংঘর্ষের এক পর্যায়ে পলৱব গ্রুপ ও জামাল গ্রুপ একে অন্যের অফিসে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে।

মধ্যরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল।

এ ঘটনায় থানায় পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছিল। সৃষ্ট ঘটনায় এক গ্র্বপ অপর গ্র্বপকে দায়ী করেছে।

একাধিক সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের বিবদমান এ দু’ গ্র্বপের কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে কলেজে দু’ গ্র্বপের মধ্যে মৃদু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে রাতে দক্ষিণ বিয়ানীবাজারের জনতা মার্কেটে পাশাপাশি অবস্থিত জামাল গ্রুপ ও পলৱব গ্র্বপের পৃথক বৈঠক চলে। রাত ৯ টায় হঠাৎ করে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবুল কাশেম পল্লব তার গ্র্বপের কর্মীদের নিয়ে জামাল গ্র্বপের অবস্থানে এসে গালাগাল শুরু করেন। তখন বিক্ষুব্ধ জামাল গ্র্বপের কর্মীদের তাড়া খেয়ে পলৱব নিজ অবস্থানে চলে যান। এ নিয়ে শুরু হয় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা। সাথে সাথে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আপোষ আলোচনায় প্রথমে পলৱব গ্র্বপ ঘটনাস’ল ত্যাগ করে। এর পরপরই জামাল গ্র্বপ মিছিল নিয়ে উত্তর বাজারের দিকে গেলে পুলিশের উপস্থিতিতে পল্লব গ্রুপের কর্মীরা প্রথমে জামাল গ্র্বপের দলীয় কার্যালয় ভাংচুর ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এ সময় ছাত্রলীগ কর্মীরা অফিসে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করে। পরে পলৱব গ্র্বপের কর্মীরা উত্তর বাজারের দিকে ইট পাটকেল নিক্ষেপ ও বন্দুকের গুলি ছুঁড়তে থাকে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ মাথায় ইটের আঘাত পেয়ে রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। আহত হন তদন্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তা। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, উত্তর বাজার থেকে মিছিল নিয়ে ফিরে জামাল গ্র্বপের কর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ে যেতে চাইলে বারবার পুলিশী বাধার সম্মুখিন হয়। এক পর্যায়ে তারা দলীয় কার্যালয়ে যায় এবং ভাংচুর দৃশ্য দেখে উত্তেজিত হয়ে উঠে। এ সময় পলৱব গ্র্বপকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুঁড়তে থাকে এবং বিক্ষুব্ধ কর্মীরা পলৱব গ্র্বপের কার্যালয় ভাংচুর করে।

রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জামাল গ্র্বপের কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে অবস্থান করছিল। তবে, পলৱব গ্র্বপের কর্মীদের তাদের কার্যালয় বা আশপাশ এলাকায় দেখা যায়নি।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে থানা পুলিশের পাশাপাশি এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিয়ানীবাজার থানার সেকেন্ড অফিসার এসআই ফজলুল আলম বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে জামাল ও পলৱব গ্র্বপের মধ্যে সংঘর্ষ বাধে। তিনি বলেন, দায়িত্ব পালনকালে পলৱব গ্র্বপের আঘাতে পুলিশ কর্মকর্তারা রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে রাতে এসল্ট মামলা দায়ের করতে পারে বলে জানা তিনি। এসআই ফজলু বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এরপরও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দাঙ্গা পুলিশসহ টহল জোরদার করা হয়েছে।

ঘটনার বিষয়ে তাৎৰণিকভাবে জামাল গ্র্বপ বা পলৱব গ্র্বপ কারোরই বক্তব্য পাওয়া যায়নি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License