আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীতে বিদ্যুতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারে এ ঘটনা ঘটেছে।
সিলেট কোতোয়ালি থানাপুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ সরকারী অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের একটি ভবনের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে কামরুল ইসলাম নামক নির্মাণ শ্রমিক কিশোরের মৃত্যু হয়। নিহত কামরুল ময়মনসিংহ জেলার সাগরদিঘী উপজেলার ওমরদিঘী গ্রামের আবদুস সাত্তারের ছেলে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কামরুলের এক সহকর্মী জানান, কামরুল এবছরের এসএসসি পরীক্ষার্থী। প্রায় ৫ দিন আগে সে পরিবারের সদস্যদের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আসে। সিলেটে চলে আসে এবং আপাতত নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেয়। শুক্রবার অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের একটি ভবনের কাজ করার সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিক কিশোরের মৃত্যু
Friday, September 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment