নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জামাত-শিবির চক্রের হামলার চেষ্টা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার ২০ সেপ্টেম্বর সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা দেওয়ান শাহনেয়াজ মিলাদ গাজী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইমদাদুল হক চৌধুরী, আব্দুল মুহিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, মো. মোজাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, রবীন্দ্র কুমার পাল প্রমুখ।
No comments:
Post a Comment