আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর খুলিয়াপাড়ায় প্রতিপক্ষের হামলায় কামাল আহমদ (৩২) নামের এক ছাত্রদল কর্মী খুন হয়েছেন। সাবেক কাউন্সিলর সাহানা বেগম শানুর ছেলে শাওন হত্যাকান্ডের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় শানুর ছেলে রেজাউলকে আটক করেছে পুলিশ।
নিহত কামাল খুলিয়াপাড়ার নীলিমা-২৮ নং বাসার মৃত সুরুজ আলীর ছেলে। সোমবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। কামাল আহমদ ছাত্রদলকর্মী বলে জানা গেছে।
নিহত কামাল আহমদের চাচাতো ভাই আব্দুর রব জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে লামাবাজার ভিআইপি রোডের পাশে খুলিয়াপাড়া গলির মুখে কামালকে মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম ও ছেলে রায়হান আহমদ মিলে দা দিয়ে কোপায়। আশংকাজনক অবস্থায় কামালকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন তলার ১১ নং ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রব আরো জানান, কয়েক মাস আগে শাহানা বেগম শানুর ছেলে শাওন খুন হন। ধারণা করা হচ্ছে ওই খুনের ঘটনার জের ধরে এই ঘটনা ঘটেছে।
এদিকে এই খুনের ঘটনায় শাহানা বেগম শানুর ছেলে রেজাউল (১২) কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম।
No comments:
Post a Comment