আমাদের সিলেট ডটকম:
সিলেটে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনার ধারাবাহিকতায় সদ্যঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা কমিটির সভাপতি সাঈদ আহমদকে সিলেট শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকায় পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ ধাওয়া করেন। পরে তারা সাঈদকে বিএনপির ওই এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেনের বাসায় আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রদলের একটি অভ্যন্তণরীন সূত্র জানায়, সাঈদ হাউজিং এস্টেট এলাকা দিয়ে একা আসছিলেন। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা তাকে ধাওয়া দেয়। পরে তিনি দৌড়ে ডা. শাহরিয়ার হোসেনের বাসায় আশ্রয় নেন। বিকাল ৩টা পর্যন্ত পদবঞ্চিত নেতাকর্মীরা ওই বাসা ঘেরাও করে রাখেন। পরে বিকাল সোয়া ৩টার দিকে বিএনপির জেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা সেখানে গিয়ে পদবঞ্চিত নেতাকর্মীদের ওই এলাকা থেকে সরিয়ে দেন।
এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ আলোচনায় বসবে বলে ওই সূত্র জানায়।
সিলেট ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে ॥ জেলার সদ্য সভাপতিকে পদবঞ্চিতদের ধাওয়া
Friday, September 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment