আমাদের সিলেট ডটকম:
হরতালের সমর্থনে সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা এলাকায় জামায়াত-শিবির কর্মীদের পিকেটারদের উপর হামলা চালিয়েছে পুলিশ ও বিজিবি। জামায়াত-শিবির কর্মীরা ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করেছে পুলিশকে লক্ষ্য করে। পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশও ১৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৪ জনকে।
আজ দুপুর ১১টা থেকে ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জালালাবাদ থানাধীন সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা এলাকায় সকাল থেকে পিকেটিং করছিল জামায়াত শিবিরের নেতাকর্মীরা। তারা রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার পুলিশ সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবির একটি দলও সেখানে পৌছে। পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করতে ফাঁকাগুলি বর্ষণ শুরু করলে জামায়াত শিবির কর্মীরাও ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ-বিজিবির বাধার মুখে জামায়াত শিবির কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। পরে ঐ এলাকা থেকে ৪ জনকে আটক করে। বর্তমানে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা অবস্থান করছে।
No comments:
Post a Comment